ইরানের পারমানবিক ভবিষ্যতের রূপরেখা তুলে ধরলেন রেজা পাহলভি

ছবিতে রেজা পাহলভি

ইরানের নির্বাসিত যুবরাজ এবং শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি ঘোষণা করেছেন যে, বর্তমান ইসলামি শাসন ব্যবস্থার পতন হলে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের ভবিষ্যৎ নিয়ে তার এই রূপরেখা তুলে ধরেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এই খবর নিশ্চিত করেছে।

রেজা পাহলভি বলেন, “বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়লে ইরানের বিতর্কিত সামরিক পরমাণু কর্মসূচির অবসান ঘটবে। একই সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।” তিনি মনে করেন, আজকের ইরান যে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত, সেই পুরনো পরিচয় মুছে ফেলে একটি সুন্দর ও সমৃদ্ধ ইরান গড়ে তোলা সম্ভব।

এক সময়ের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে পাহলভি জানান, ভবিষ্যৎ ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘আব্রাহাম চুক্তির’ আদলে ‘সাইরাস অ্যাকর্ডস’ নামে একটি নতুন শান্তি প্রস্তাবের কথা উল্লেখ করেন। এই চুক্তির লক্ষ্য হবে ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বিবৃতিতে তিনি আরও জানান, একটি স্বাধীন ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং চরমপন্থি ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।

তার মতে, পারস্পরিক সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ইরানের অর্থনীতি ও জ্বালানি খাতে আন্তর্জাতিক মানদণ্ড ফিরিয়ে আনা হবে। রেজা পাহলভি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতের ইরান হবে বিশ্বমঞ্চে শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্বের এক নতুন শক্তি।

তথ্যসূত্রঃ এক্স

-এম. এইচ. মামুন