আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: মিঠু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের করা বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগ না হলে সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নিজেদের অবস্থানে অনড় থেকে ম্যাচ শুরুর সময়েই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি। এর প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

সিলেট পর্ব শেষ করে আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা—প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেসের এবং দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সিলেট টাইটানস। তবে উদ্ভূত পরিস্থিতিতে দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি।

এ বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, “আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আমরা একটি প্রেস রিলিজও দিয়েছি, যেখানে বলা হয়েছে—এটি একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য ছিল। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা ওই বক্তব্য সমর্থন করি না। তবে একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে।”

তিনি আরও জানান, আজকের দুটি ম্যাচ আয়োজনের জন্য বিসিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেন মিঠু “খেলোয়াড়দের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তারা মাঠে এলে খেলা হবে। তবে প্রথম ম্যাচ সময়মতো শুরু না হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, গতকাল বুধবারও বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা না আসায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কোনো খেলোয়াড়ই মাঠে নামেননি। এতে করে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।

এরই মধ্যে এম নাজমুলের পদত্যাগের ঘোষণা না আসায় আজ ম্যাচ চলাকালীন সময়েই রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এতে অংশ নিতে বিপিএলের ছয় দলের ক্রিকেটাররা শেরাটনে একত্রিত হচ্ছেন বলে জানা গেছে।

-এমইউএম