কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পাল্টা হামলার হুমকির মুখে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে কাতার থেকে নিজেদের সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’ থেকে এই সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস জানায়, ইরানে চলমান বিক্ষোভ এবং এ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতার সরকারের পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

কেন এই সেনা প্রত্যাহার?
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরান ইতিমধ্যেই কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর খবর এলো।

উল্লেখ্য, আল উদেইদ ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছিল। গত বছরের জুনেও মার্কিন হামলার জবাবে ইরান এই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক