‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯৯, ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সারা দেশে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ১৬টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এই বিশেষ অভিযানে ১৬টি আগ্নেয়াস্ত্র, ২৯৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড কার্তুজ এবং ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক