প্রাণীদের রেড লিস্ট হালনাগাদে বন বিভাগের সঙ্গে আইইউসিএন-এর চুক্তি

বাংলাদেশের সকল বন্যপ্রাণীর সংরক্ষণ অবস্থা মূল্যায়ন ও হালনাগাদের লক্ষ্যে ‘জাতীয় রেড লিস্ট’ প্রণয়নের জন্য বন বিভাগের সঙ্গে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন), বাংলাদেশ-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বন অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যারা ছিলেন
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী এবং আইইউসিএন, বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা শারমিন হোসাইন।

এ সময় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আলী রেজা খানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন এই রেড লিস্ট গুরুত্বপূর্ণ?
জাতীয় রেড লিস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দলিল, যা দেশের বন্যপ্রাণী ও উদ্ভিদের বর্তমান অবস্থা নিরূপণ করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইউসিএন রেড লিস্টের মানদণ্ড অনুযায়ী, এর মাধ্যমে কোনো প্রজাতি বিলুপ্ত, সংকটাপন্ন, বিপন্ন, নাকি ঝুঁকিপূর্ণ—তা নির্ভুলভাবে চিহ্নিত করা হয়।

এই তালিকা সরকার ও নীতিনির্ধারকদের জন্য কার্যকর সংরক্ষণ কৌশল প্রণয়ন, আইন বাস্তবায়ন এবং প্রজাতিভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরিতে একটি শক্তিশালী প্রমাণভিত্তিক কাঠামো হিসেবে কাজ করে।

টেকসই উন্নয়নে ভূমিকা
এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে এসডিজি-১৪ (জলজ জীবন) ও এসডিজি-১৫ (স্থলজ জীবন) বাস্তবায়নে বাংলাদেশকে এগিয়ে নেবে। একইসঙ্গে এটি জীববৈচিত্র্য সনদ (সিবিডি), সিআইটিইএসসহ অন্যান্য আন্তর্জাতিক পরিবেশগত চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই চুক্তির মাধ্যমে জাতীয় রেড লিস্ট কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, নিয়মিত ও টেকসই রূপ পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক