আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এইসময় সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৯ এর একটি দল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে জৈন্তাপুর ইউনিয়নের কাটাগাং এলাকার একটি টিনের ঘরের ভেতর থেকে এসব বিস্ফোরকের ‘কাঁচামাল’ উদ্ধার করে।
তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১৪টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, উদ্ধারকৃত এসব জেল এবং নন ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।
নির্বাচনকে সামনে রেখে নাশকতার কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে এসব জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
-সানা










