তালায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে দ্বিগুণ ফি আদায়ের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বহুমুখী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

সরেজমিনে ১২ জানুয়ারি সোমবার বিদ্যালয়ে গিয়ে জানা যায়, চলতি বছর বিদ্যালয়ের জেনারেল ও বিএম শাখা মিলিয়ে প্রায় ২৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। অভিযোগ রয়েছে, এসব শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা বোর্ড নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি।

যশোর শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ফরম পূরণের ফি ২ হাজার ৩১৫ টাকা এবং বিজ্ঞান শাখায় ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারিত থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে বাধ্যতামূলক কোচিংয়ের কথা বলে প্রথমে এক হাজার টাকা আদায় করেন এবং পরে একটি টোকেন দেন। ওই টোকেন দেখিয়ে আবার পরীক্ষার ফি বাবদ প্রায় ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ৫০০ থেকে ১ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

একাধিক পরীক্ষার্থী ও অভিভাবক জানান, কারও কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা, কারও কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা আবার অনেকের কাছ থেকে ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। তারা বলেন, বিদ্যালয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী সব বিষয়ে উত্তীর্ণ হলেও বাকিদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বেশি টাকা নেওয়া হয়েছে।

অভিভাবকদের দাবি, বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া উচিত নয়। এ বিষয়ে তারা মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে ঠিকই, তবে সবার ক্ষেত্রে সমান নয়। তিনি দাবি করেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, তিনি হজ পালন করতে দেশের বাইরে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন।

অন্যদিকে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, তিনি এখনো বিস্তারিত তথ্য জানেন না। তবে খোঁজখবর নিয়ে পরে এ বিষয়ে জানাতে পারবেন বলে জানান।

মোঃ ইমন ইসলাম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি/