বাল্য বিবাহ ও শিশু পাচার রোধে পলাশে কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদি প্রতিনিধি:

বাল্য বিবাহ, ইভটিজিং,নারীর প্রতি বৈষম্য মুলক আচরণ নির্মুল,নারী ও শিশু পাচার রোধে  সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলার পলাশ উপজেলার পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলা মডেল উচ্চ বিদ্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

পলাশ উপজেলা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমীন, নুরুজ্জামান গাজী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাইদুল হক জিলু,আমীনুল ইসলাম গাজী, চিত্ত রন্জন সরকার সহ বিদ্যালয়ের ছাত্রী ও গণমাধ্যম কর্মী বৃন্দ।