ফের ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে বিরাট

আইসিসি ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়ে আবারও এক নম্বর স্থানে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। ২০১৩ সালে প্রথমবার শীর্ষে ওঠার পর এবার এটি তাঁর ১১তম বার।

সম্প্রতি ওয়ানডে ম্যাচে দারুণ ফর্ম দেখানো কোহলি ভারতের নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ৯৩ রান করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজারের বেশি রান করে তিনি শুধুমাত্র শচীন টেন্ডুলকারের পেছনে রয়েছেন।

গত কয়েকটি ম্যাচে তাঁর পারফরম্যান্সও চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ৭৪ রান, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৫, ১০২ ও ৬৫ রান করেছেন কোহলি। এই ধারাবাহিক ফর্ম তাঁকে ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে তুলে দিয়েছে।

কোহলির এই উত্থানের ফলে রোহিত শর্মা দুই ধাপ নেমে তৃতীয় স্থানে চলে গেছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল হয়েছেন দ্বিতীয়।

আইসিসির অন্যান্য র‌্যাংকিংয়ে ওয়ানডে বোলার শীর্ষে রশিদ খান, টি-টোয়েন্টি শীর্ষ অলরাউন্ডার সিকান্দার রাজা, এবং সাইম আইয়ুবকে নামিয়ে জিম্বাবুয়ের তারকা সবার উপরে রয়েছেন।

-এমইউএম