দেবীগঞ্জে গ্যাস সিলিন্ডার সংকট, ভোগান্তিতে গ্রাহকেরা

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। প্রয়োজনীয় সময়ে গ্যাস সিলিন্ডার না পেয়ে অনেককে বাধ্য হয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দেবীগঞ্জের বিভিন্ন বাজার ও ডিলার পয়েন্টে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ নেই। বেশ কয়েকটি দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও সীমিত পরিমাণে সিলিন্ডার মিললেও তা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে।
ভুক্তভোগী অনেক গ্রাহকেরা জানান, রান্নার জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা না থাকায় অতিরিক্ত দাম দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। এতে করে সংসার চালাতে বাড়তি খরচের চাপ বেড়েছে। অনেকে আবার এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও সিলিন্ডার না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, গ্যাস সিলিন্ডারের গাড়ী আসছে না যদিও দুই একটি পাওয়া যাচ্ছে অনেক চড়া দামে কিনতে হচ্ছে গ্রাহকরা এত বেশি দামে কিনতে আগ্রহী না হ‌ওয়ায় আমরা গ্যাস সিলিন্ডার কেনা বেচা বন্ধ রেখেছি, সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে।
তবে গ্রাহকদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে গ্যাস বিক্রি করছেন।
এ অবস্থায় দ্রুত গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে।
রা.আ. প্রধান, দেবীগঞ্জ (পঞ্চগড়)