বিক্ষোভকারীদের হত্যা ‘ভয়াবহ ও নৃশংস’, ইরানের রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের ঘটনায় দেশটির নেতৃত্বকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বিক্ষোভকারীদের ওপর হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত করেছেন এবং পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতে লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেন, “যুক্তরাজ্য সবচেয়ে কঠোর ভাষায় ইরানি বিক্ষোভকারীদের ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে। আমরা ইরানি কর্তৃপক্ষের কাছে তাদের নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, পরিস্থিতির ‘এই মুহূর্তের গুরুতরতা’ স্পষ্ট করতে এবং ‘আমরা যে ভয়াবহ প্রতিবেদনগুলো পাচ্ছি, তার জবাবদিহির জন্য’ তার দপ্তর ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

নিষেধাজ্ঞা কঠোর করার ইঙ্গিত
পররাষ্ট্রমন্ত্রী কুপার জানান, ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা এবং খাতভিত্তিক পদক্ষেপ কার্যকর করতে যুক্তরাজ্য নতুন আইন প্রণয়নের দিকে এগিয়ে যাবে।

এদিকে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে টানা দুই সপ্তাহের দেশব্যাপী বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে ইরান সরকার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নতুন শুল্ক আরোপ এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক