লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কে কে রাও।
আলোচনার বিষয়বস্তু
বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন এলাকার ১৫০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে চলমান রাস্তা সংস্কার কার্যক্রম নিয়ে বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো নির্মাণ বা সংস্কার কাজ করার আগে বিজিবিকে অবহিত করা এবং যৌথ সার্ভে টিমের মাধ্যমে স্থান পরিদর্শনের প্রস্তাব দেওয়া হয়।
জবাবে বিএসএফ জানায়, সংশ্লিষ্ট স্থানে বর্তমানে কেবল রাস্তা মেরামতের কাজ চলছে, কোনো প্রশস্তকরণ কার্যক্রম নেই। ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ বা এ ধরনের কোনো কাজ করার আগে অবশ্যই বিজিবিকে অবহিত করা হবে বলে তারা আশ্বাস দেয়।
এছাড়া, বৈঠকে বাংলাদেশ অংশে শিমুলবাড়ী বিওপি সংলগ্ন নাগেশ্বরী সংযোগ সড়ক পাকা করার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে বিএসএফ প্রস্তাবনা পেলে নৈতিকভাবে বিবেচনা করার আশ্বাস দেয়।
এ প্রসঙ্গে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “সীমান্ত নীতিমালা ও দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে কোনো কার্যক্রম বিজিবি কখনোই মেনে নেবে না। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা কঠোর ও পেশাদার অবস্থানে থাকবে।”
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










