শ্রীপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ইং উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এসময় পোস্টাল ভোট ও গণভোটের বিভিন্ন দিক, নির্বাচনী আচরণবিধি এবং ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ অবহিতকরণ সভার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শরিফ উদ্দিন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যরিষ্টার সজীব আহমেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুয জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির আহমেদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি