ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার ৮নং মটুয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু।
ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব বেলাল আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহাম্মদ, সাবেক সদস্য আবদুল্লাহ চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মনির আহাম্মদ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহাম্মদ ভূঁইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা আক্তার রুমা, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার সুমি, পৌর সভাপতি নিশি চৌধুরী, সাধারণ সম্পাদক বিবি হাজেরা।
উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ফেনী জেলা যুবদলের সদস্য অহিদ উল্লাহ, ফজলুল বারী মহসিন ও হাফেজ মোঃ সোহরাব হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন ও শাহাদাত হোসেন পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল মতিন পাটোয়ারী, পৌর শ্রমিকদলের সভাপতি নুরুল আলম হোনা মিয়া, শ্লোগান মাস্টার আমিনুল ইসলাম সবুজ,
ছাগলনাইয়া পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহীম খলিল বাবলু, সদস্য সচিব গাজী ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোহাম্মদ শেখ কামাল, ফেনী










