প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ দিলেন : উপদেষ্টা আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম।

উপদেষ্টা আজ মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজকে ব্যংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।

আসিফ নজরুলের ফেসবুক পোস্টের বরাতে জানা গেছে, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

শায়খ আহমাদুল্লাহ ভাইকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করা হয়েছে যে, তাঁর উৎসাহ ও পরামর্শ ব্যাংককে এই পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে।

প্রবাসীকল্যাণ ব্যাংকের এই নতুন সেবা চালু হলে প্রবাসীরা সুদমুক্ত ও শরীয়াহসম্মত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে, যা তাদের আর্থিক কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা রাখবে।

-এমইউএম