আসন্ন গণভোট উপলক্ষে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রংপুর সফরে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও এই প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। আগামী বুধবার (১৪ জানুয়ারি) তিনি রংপুরে বিভাগীয় পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে রংপুর আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. সাহিনুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার।
সফরসূচি
-
দুপুর ১টা: রংপুর শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘ইমাম সম্মেলন’-এ অংশগ্রহণ।
-
বিকেল ৩টা: একই স্থানে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা-য় অংশগ্রহণ।
সফরের কর্মসূচি শেষে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক










