গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি আতিক হোসেন কুড়িগ্রাম জেলার রওমারী থানার কাউনিয়ার চর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, মাদক কারবারি আতিক ইয়াবা সাপ্লাই করতে শ্রীপুরের সোনাকর গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাকর এলাকা থেকে মাদক ব্যাবসায়ি আতিককে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৮ শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।
-মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি৷










