দাঁড়িপাল্লার স্লোগানে উত্তাল সাতক্ষীরা শহর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শক্তিমত্তার জানান দিয়ে মাঠে নেমেছেন সাতক্ষীরা সদর–২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। হাজারো মানুষের উপস্থিতিতে দাঁড়িপাল্লার স্লোগানে মুখর হয়ে ওঠে সাতক্ষীরা শহর। বৃহস্পতিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিশাল সংবর্ধনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি।

দুপুর থেকেই সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। চারদিকে দাঁড়িপাল্লার প্রতীক, ব্যানার–ফেস্টুন আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। জনসমাগম দেখে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,
“জনগণের বিপুল সমর্থনে ইনশাল্লাহ ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমরা এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত রাষ্ট্রে পরিণত করতে চাই।” তিনি আরও বলেন, ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করতেই জামায়াত মাঠে নেমেছে। জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।

সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশের আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, প্রভাষক মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ আব্দুল ওয়ারেস, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, ছাত্রশিবির সভাপতি আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, সাতক্ষীরার মানুষ এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হবে।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাকাপুল মোড়, নিউমার্কেট মোড়, খুলনা রোড, নারকেলতলা মোড় ঘুরে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

-এম এম রবিউল ইসলাম, সাতক্ষীরা/