ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড়-১আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের দোয়া মাহফিলের মাধ্যমে তেঁতুলিয়া উপজেলা থেকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার)দুপুরে তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,পঞ্চগড়-১মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
এসময় আরোও উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বকর সিদ্দিক কাবুল।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক আবুল কালাম আজাদ,তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার,উপজেলা ওলামাদলের সভাপতি সোহরাব আলী,উপজেলা বিএনপি,উপজেলা স্বেচ্ছাসেবক দল,যুবদল, উপজেলা ছাত্রদল,তাঁতী দল,মৎস্যজীবী দল,মহিলা দল,জিয়া পরিষদ, ওলামা দল সহ সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
বিএনপি পঞ্চগড়-১ আসনের প্রার্থী নওশাদ জমির বলেন,এই নির্বাচনের প্রথম প্রতিশ্রুতি হচ্ছে প্রান্তিক মানুষের কাছে সুচিকিৎসা পৌঁছে দেওয়া, বিশ্ববিদ্যালয় উপস্থাপনা করা,গুণগতমানের শিক্ষা,ভাষা শিক্ষা পারদর্শী করা, যাতে আমাদের ছেলে মেয়েরা দেশের বাইরে মধ্যপ্রাচ্য গিয়ে যেন ভালো কাজ করতে পারে।আমাদের প্রত্যয় থাকবে বিশেষ করে আরবি ভাষা শিখতে পারে।পর্যটন শিল্পের জন্য তেমন কোনো সুবিধা নেই আমরা চেষ্টা করব এখানে পর্যটক কেন্দ্র থকে আরম্ভ করে যাতে পর্যটক কর্পোরেশনের জন্য হোটেল স্থাপন করতে পারি,বাংলাবান্ধা এবং চাষ শিল্প এ দুইটাকে সঠিকভাবে রক্ষা করতে হবে। যদি আমাদেরকে সৌভাগ্য দেন দেশের কাজে অংশগ্রহণ করতে হবে যে আমরা নিজেদের চেয়ে বাংলাদেশের মানুষের বেশি প্রাধান্য দিতে হবে বাংলাদেশের মানুষেরসুযোগ-সুবিধা প্রধান নদীতে হবে ।আমরা যদি নির্বাচিত হই বা হবো বাংলাদেশের মানুষের কাজ করার জন্য তাদের খেদমত করার জন্য তাদের খাদেম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন।
-আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










