কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুনরায় সড়ক নির্মাণ কাজ শুরু করায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই অচলাবস্থা নিরসনে সোমবার (১২ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিশ্রুতি ভেঙে আবারও কাজ শুরু
এর আগে, একই স্থানে বিএসএফ পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দফায় দফায় পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র আপত্তি জানায়। সর্বশেষ গত শুক্রবার (৯ জানুয়ারি) কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ সাময়িকভাবে কাজটি স্থগিত রাখতে সম্মত হয়।
কিন্তু সেই প্রতিশ্রুতি ভেঙে রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিএসএফ আবারও একাধিক যানবাহনে করে সড়কে মাটি ভরাটের কাজ শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর ফলে সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় দেশের টহল জোরদার করা হয়।
আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সীমান্তের শূন্যরেখা থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। অথচ বিএসএফ শূন্যরেখার মাত্র ৭০ থেকে ১২০ গজের মধ্যে এই সড়কটি নির্মাণ করছে, যা নিয়ে বিজিবি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে।
বিজিবির বক্তব্য ও আসন্ন বৈঠক
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “বিএসএফ দাবি করছে, তারা ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সাময়িকভাবে মাটি ভরাট করছে। তবে সোমবারের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং আমাদের আপত্তির কথা জোরালোভাবে তুলে ধরা হবে।”
তিনি আরও জানান, সোমবার আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর ১ নম্বর সাব পিলারের কাছে এই উচ্চপর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










