ফেনী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, ২ নার্স বরখাস্ত

ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) রান্নাঘর স্থাপন করে গ্যাসের চুলায় রান্না করাসহ বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সিনিয়র নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।

বরখাস্তের কারণ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্না করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং সামগ্রিকভাবে নার্সিং পেশার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এর ফলে সংশ্লিষ্ট নার্সদের বিরুদ্ধে পেশাগত দায়িত্বে গুরুতর অবহেলা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

বরখাস্তকৃত নার্সদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হবে। তবে বরখাস্ত থাকাকালীন সময়ে তারা नियমানুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমরা দুজনের সাময়িক বরখাস্তের আদেশ পেয়েছি। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, হাসপাতালে সেবা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন, ভিডিওতে দৃশ্যমান নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন চিকিৎসক ও নার্সের সম্পৃক্ততা থাকতে পারে। তারা পুরো বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক