সংসদ সদস্য নির্বাচিত হলে ক্ষমতাকে আমানত হিসেবে রাখব: আবু সুফিয়ান

চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে ক্ষমতাকে ভোগের বিষয় হিসেবে নয়, বরং জনগণের আমানত হিসেবে বিবেচনা করবেন।

রোববার (১১ জানুয়ারি) নগরীর জামালখান এলাকার দাওয়াত রেস্টুরেন্টে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের পতনের পর জনগণের মধ্যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচনে ব্যাপক জনসম্পৃক্ততা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচিত হলে জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

আবু সুফিয়ান বলেন, অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিরা জনগণের স্বার্থ উপেক্ষা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, সংসদে গেলে দেশের মানুষের জন্য কাজ করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় এবং এগুলো নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ সাহেবের গণসংযোগে গুলিবর্ষণ হয়েছে, একজন মারা গেছে। তারপর ঢাকায় ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। আমরা এসমস্ত ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে পারি না। আমরা মনেকরি এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্যে কোন না কোন মহল যারা নির্বাচন করতে চায় না, যারা নির্বাচনকে বন্ধ করতে চায় তাদের কাজ। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি জানান, বিএনপি নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। তিনি আশা প্রকাশ করেন, এবার উৎসবমুখর পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইসমাইল ইমন, চট্টগ্রাম