কুমারপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী ওয়াজ মাজফিলে সভাপতিত্বকরেন জনাব মো: আব্দুস সবুর (এম এম এ. মাস্টার্স রংপুর কারমাইকেল কলেজ) সহ সভাপতিত্ব করেন জনাব আব্দুল বাদসা,( বিশিষ্ট ব্যবসায়ী জয়রামপুর )
প্রধান অতিথি : সাইফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর ২৪ পীরগঞ্জ ০৬
ও জনাব সহকারী অধ্যাপক মা: মো: নূরুল আমিন বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর ২৪,পীরগন্জ ০৬ এর সঞ্চালনায় কুমারপুর কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে আবরণ সৃষ্টিকারী উদীয়মান প্রতিবন্ধী প্রধান বক্তা ঘোড়াঘাটের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ রানা, এম এম এ মাস্টার কামিল তাফসির, একাধিক জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী দিনাজপুর।
–সাকিব হাসান নাইম, দিনাজপুর










