অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কেবল নীতি সুদহার সমন্বয়ের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নানা উদ্যোগের ফলে মূল্যস্ফীতি এখন সহনীয় পর্যায়ে এলেও তা স্থিতিশীল রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক খাতভিত্তিক গবেষণাগ্রন্থ ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুদহার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সুদহার কমানো সহজ নয়। তবে ট্রেজারি বিলের সুদ কমায় ধীরে ধীরে তার প্রভাব বাজারে পড়বে। তিনি আরও জানান, দেশের সামষ্টিক অর্থনীতি এখন তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং উন্নয়ন কোনো একক উদ্যোগের ফল নয়; এটি ধারাবাহিক প্রচেষ্টার সমষ্টি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে মোটামুটি চলছে—এই অবস্থান যথেষ্ট নয়। দেশকে দ্রুত বিকাশমান অর্থনীতির পথে নিতে আগামী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উদ্যোক্তাদের পাশাপাশি গ্রামীণ কৃষকদের আস্থাও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি দক্ষতা, সরবরাহ ব্যবস্থাপনা ও সুশাসনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, কিছু ব্যাংকের অর্থ পাচার ও দুর্বল তহবিল ব্যবস্থাপনার কারণে সুদহার কমানো কঠিন হয়ে পড়েছে। তবে তহবিল ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে সুদহার কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, দেশের অর্থনীতি ব্যাংকনির্ভর হওয়ায় ব্যাংক খাতে চাপ বেশি। প্রকাশনায় নীতিগত সুপারিশ থাকলে তা সবার জন্য সহায়ক হবে বলে তিনি মত দেন। আর অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো পুনর্গঠন ও একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর সপ্তম সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
আফরিনা সুলতানা/










