কোনো প্রতিযোগিতা নয়, বরং নিজের স্বপ্ন পূরণের প্রচেষ্টা- প্রেরণার

সম্প্রতি টলিপাড়ায় নিজের ব্যবসা শুরু করার খবর দিয়ে আলোচনায় এলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। ইতিমধ্যেই অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যের গয়না বিক্রির সংস্থা খুলে আলোচনায় ছিলেন। এবার সেই পথে এগিয়ে প্রেরণা নিজের উদ্যোগে নখের পরিচর্যা সংক্রান্ত একটি ব্যবসা শুরু করলেন।

প্রেরণার নতুন উদ্যোগ মূলত নারীশক্তিকে কেন্দ্র করে তৈরি। আজকাল অনেক তরুণী নখে রঙিন নকশা ও কারুকাজ করতে ভালোবাসেন। সেই বাজারের চাহিদা মাথায় রেখেই প্রেরণা এই ব্যবসা শুরু করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, আপাতত ব্যবসাটিতে মন দেওয়া এবং এটিকে সফল করে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, “এখন যদি মন দিয়ে না করি, তাহলে ব্যবসা দাঁড় করানো কঠিন হবে। তাই এই সময়ই সঠিক।

টলিপাড়ায় আজকাল অনেক তারকা অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা খোলার পরিকল্পনা করছেন। কেউ শরীরচর্চার কেন্দ্র চালাচ্ছেন, কেউ আবার পার্লার বা শাড়ির ব্যবসায় হাত দিয়েছেন। তবে প্রেরণা ভট্টাচার্য বলছেন, তার এই উদ্যোগ কোনো প্রেক্ষাপটেই অভিনয়জীবনের অনিশ্চয়তার কারণে নয়। অভিনেত্রী স্পষ্ট করে জানালেন, “ব্যবসার পরিকল্পনা আমার বহু দিনের। বরাবরই নিজের কিছু একটা করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ। আমার সহকর্মীরা অনেকেই নিজেদের ব্যবসা শুরু করেছেন। কারও পার্লার আছে, কেউ শাড়ির ব্যবসা করছেন। কিন্তু নখের পরিচর্যা সংক্রান্ত ব্যবসা সে ভাবে কারও নেই। তাই ভাবলাম, এটাই শুরু করি।

অভিনয় জীবনের দিকে তাকালে, সম্প্রতি প্রেরণা ভট্টাচার্য শেষ করেছেন তার অভিনীত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তার পরপরই ছোটপর্দা থেকে কিছু মাসের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিরতিতে তিনি পুরো মন দিয়ে ব্যবসায় মনোযোগ দিতে চান। এ ছাড়াও অভিনেত্রী বলছেন, ব্যবসা শুরু করা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, যা দীর্ঘদিন থেকেই মাথায় ছিল।

প্রশ্ন ওঠে, টলিপাড়ায় অনেক তারকা ব্যবসার দিকে ঝুঁকছেন, সেখানে প্রেরণার এই পদক্ষেপ কি অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে? প্রেরণা নিজেই জানান, তার উদ্দেশ্য কোনো প্রতিযোগিতা নয়, বরং নিজের স্বপ্ন পূরণের প্রচেষ্টা। অভিনয় ছাড়াই ব্যবসার মাধ্যমে তিনি নতুনভাবে নিজেকে প্রমাণ করতে চান। এই নতুন যাত্রা কেমন ফল দেবে, তা টলিপাড়া এবং দর্শকরা আগ্রহভরে অপেক্ষা করছেন।

বিথী রানী মণ্ডল/