জেলা প্রতিনিধি রাজশাহী:
প্রাণঘাতি করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি চারজন মারা গেছেন উপসর্গে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন রয়েছেন।