ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা আধিপত্যবাদবিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক এন.এস. রোড প্রদক্ষিণ করে মজমপুর রেলগেট এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা হাদির হত্যাকাণ্ডকে ‘নির্মম ও পরিকল্পিত’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তাদের দাবি ও হুঁশিয়ারি
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী মঞ্চের সংগঠক হাসিবুর রহমান, হাফিজ আল মাসুম, বিশিষ্ট লেখক ও চিন্তক আলী মুজাহিদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক সুলতান মারুফ তালহা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শেখ মুস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, “শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তারা আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে রাষ্ট্রকে অবশ্যই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দ্রুত বিচার, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়ার জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন আধিপত্যবাদবিরোধী মঞ্চের সংগঠক সুলতান মাহমুদ।










