প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের জন্য ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে এবং সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশও ভালো আছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিব বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ রয়েছে। এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যেটা দেখে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।”
এর আগে তিনি নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং হামলার শিকার থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শফিকুল আলম বলেন, “বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। তাদের হাত ধরেই এ দেশে ইসলাম এসেছে। কিছু মানুষ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত করছে, যা দুঃখজনক। বাংলাদেশ সম্প্রীতির দেশ—সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। সবাই যেন শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে, সেটাই প্রত্যাশা।”
মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে এবং মাজারে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষও এখন আগের চেয়ে বেশি সচেতন।
আসন্ন নির্বাচন, গণভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, “আমরা চাই সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিস্ট তৈরি না হয় এবং সব মানুষের অধিকার অক্ষুণ্ন থাকে। অতীতের অপশাসন যেন আর ফিরে না আসে।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে অনেকেই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এটিকে কেন্দ্র করে কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছেন।
পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
– এমইউএম/










