ঢাকা মহানগরীর ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময়সূচী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

প্রতীক বরাদ্দের সময়সূচীঃ সেগুনবাগিচায় অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে আসনভিত্তিক প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সময়সূচী নিম্নরূপ:

সকাল ৯:০০ – ১০:০০: ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৬।

সকাল ১০:৩০ – ১১:৩০: ঢাকা-৭, ঢাকা-৮ ও ঢাকা-৯।

দুপুর ১২:০০ – ১:০০: ঢাকা-১০, ঢাকা-১১ ও ঢাকা-১২।

দুপুর ১:৩০ – ২:৩০: ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৭।

বিকেল ৩:০০: ঢাকা-১৮ (এই আসনের ১টি মনোনয়ন স্থগিত থাকলেও বাকি বৈধ প্রার্থীরা প্রতীক পাবেন)।

প্রতীক বরাদ্দের সময় শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থী নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ ৩ জন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের অনুমতি পাবেন। কোনোভাবেই অতিরিক্ত লোকসমাগম করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর এই ১৩টি আসনে মোট ২৫৩টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছিল, যার মধ্যে দাখিল করা হয় ১৭৪টি। যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫৪টি বাতিল করা হয়েছে। ১টি মনোনয়নপত্র বর্তমানে স্থগিত রয়েছে।

রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, প্রতীক বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

-এম. এইচ. মামুন