সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির মারিশ্যা জোন (২৭ বিজিবি) মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (১৪ জানুয়ারি) জোনের ব্যবস্থাপনায় দরিদ্র ও অসহায় চারটি পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণ শেষে মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে জনসেবামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা মারিশ্যা জোনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজিবির এমন সহায়তা কার্যক্রম সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করছে।
মো: ইমরান হোসেন, রাঙ্গামাটি










