গ্যালারিতে বসে নিজেদের হার দেখলেন কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি। বুধবার রাতে ফুলহামের ক্র্যাভেন কটেজে লন্ডন ডার্বিতে ২-১ গোলে হেরে পশ্চিম লন্ডনের দলটি হতাশ করেছে।

নতুন কোচ লিয়াম রোজেনিয়রের দায়িত্ব নেওয়ার আগে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় ডাগআউটে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন। রোজেনিয়র গ্যালারিতে বসে দলের খেলা দেখেছেন।

ম্যাচের ২২ মিনিটে মার্ক কুকুরেয়া লাল কার্ড পান, ফলে চেলসি ১০ জনের দলে সীমাবদ্ধ থাকে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রাউল হিমেনেজের হেড গোল ফুলহামকে এগিয়ে দেয়। ৭২ মিনিটে লিয়াম ডেলাপের গোল চেলসির আশা ফিরিয়ে আনলেও, ৮১ মিনিটে হ্যারি উইলসনের হাফ-ভলি শেষ পর্যন্ত ফুলহামের জয় নিশ্চিত করে।

এই হারের ফলে চেলসি ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে। সমান ম্যাচে ফুলহাম ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। শীর্ষে আর্সেনাল (৪৮ পয়েন্ট), এরপর ম্যানচেস্টার সিটি ও লিভারপুল (৪৩ পয়েন্ট করে) অবস্থান করছে।

– এমইউএম/