এবার কলকাতাতেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনেও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বাণিজ্যিক (Business) ও কর্মসংস্থান (Employment) ভিসা ছাড়া পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে অস্থিরতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় পর্যটক ভিসায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে বাণিজ্যিক ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে যাচাই-বাছাই প্রক্রিয়াটি আরও নিবিড়ভাবে করার সুযোগ থাকায় এই দুটি বিভাগ খোলা রাখা হয়েছে।

গত ২২ ডিসেম্বর থেকেই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারে ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এরপর থেকে একমাত্র কলকাতা মিশনই সচল ছিল, কিন্তু বুধবার থেকে সেখানেও পর্যটক ভিসা স্থগিত হওয়ায় কার্যত পুরো ভারতজুড়ে বাংলাদেশের পর্যটক ভিসা প্রাপ্তি বন্ধ হয়ে গেল।

কলকাতার উপ-হাইকমিশনের বাইরে গতকাল অনেক ভারতীয় নাগরিককে ভিড় করতে দেখা যায়। পর্যটন বা আত্মীয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যারা ভিসার আবেদন করতে এসেছিলেন, তারা এই আকস্মিক সিদ্ধান্তে হতাশ হয়ে ফিরে গেছেন। উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থবিরতা বজায় থাকবে।”

দুই দেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা ইস্যুর প্রভাবে ভিসা সেবার এই অচলাবস্থা কতদিন চলবে, তা নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

-এম. এইচ. মামুন