কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা এবং মৃত ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মিজানুর রহমানের ছেলে কাউসার হোসেন (২২) সোহেল রানার ওপর হঠাৎ করে চাপাতি দিয়ে হামলা চালায়। এতে সোহেল রানার বাম হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হামলার সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার পেছনের কারণ তদন্ত করা হচ্ছে।
এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। তার শরীরের একাধিক স্থানে গভীর আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আফরিনা সুলতানা/










