নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের আঙুলে পচন ধরায় তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যা ঘটেছে
কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কামাল আহমেদ মজুমদার হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
কর্তৃপক্ষের বক্তব্য
কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, “সন্ধ্যার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার বাম পায়ের আঙুলে পচন ধরেছে, সেজন্যই তাকে সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।”










