হাজারীবাগে বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকা থেকে রত্না আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রত্না একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের বক্তব্য
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জাফরাবাদের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রত্না একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

নিহতের পরিচয়
নিহত রত্না আক্তারের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তিনি হাজারীবাগের জাফরাবাদের ৩৩১ নম্বর বাসার নিচতলায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।