খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে অভিমান: মরদেহ মর্গে

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে স্বামী মো. ফোরকানের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোনিয়ার কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে সোনিয়া নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে স্বজনেরা জানালার ফাঁক দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোনিয়া বরগুনা সদর উপজেলার হেলিগুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে খিলগাঁও কুসুমবাগ পুলিশ পার্কের পাশের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।”

 

– লামিয়া আক্তার/