১২ জেলায় তীব্র শীত: ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। বর্তমানে দেশের ১২টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (৯.৫ ডিগ্রি সেলসিয়াস)। আজ সেই রেকর্ড ভেঙে ঈশ্বরদীতে তাপমাত্রা আরও নিচে নেমে এসেছে। বর্তমানে রাজশাহী বিভাগের আটটি জেলাসহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ও দিনাজপুর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, শৈত্যপ্রবাহের পরিধি কিছুটা বেড়েছে। তবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে।
দেশের অন্যান্য অঞ্চলে হাড়কাঁপানো শীত থাকলেও রাজধানীর চিত্র কিছুটা ভিন্ন। গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে আকাশ মেঘলা থাকা ও হিমেল বাতাসের কারণে নগরজীবনেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রির মধ্যে হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
চলতি জানুয়ারি মাসে দেশে অন্তত পাঁচ দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

 

-এম. এইচ. মামুন