বগুড়ার গাবতলীতে ‘দি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ’-এর শুভ উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী বন্দরে আধুনিক ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে ‘দি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়।

প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মো. খলিলুর রহমান। তিনি মড়িয়া সরকারি মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং থানার শ্রেষ্ঠ সভাপতি হিসেবে ভূষিত হয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপি নেতা ও ৮ নং মহিষাবান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় পরিচিত।

জনাব আলহাজ্ব মো. আঃ ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মাদ আলী মন্টু, ডাঃ আলহাজ্ব মো. জয়নাল আবেদীন এবং ডাঃ আলহাজ্ব মো. এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. সাখাওয়াত হোসেন সৈকত, মো. মেজবাউল হাসান উজ্জল, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বাটু, ইউপি সদস্য মো. মাফুজার রহমান, মো. নাইস, মো. আবুল কাসেম মন্ডল এবং মো. আলহাজ্ব আঃ বারী মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আজিজুল হাকিম, এরশাদ আলী, মো. আবুল কালাম আজাদ, মো. রেজাউল করিম, মো. শামীম হোসেন, মোছাঃ কোহিনুর আক্তার, মোছাঃ রুবাইয়া আক্তার, রিফাত তামান্না রিক্তা, মো. আকাশ রহমান ও মোছাঃ রঞ্জনা বেগম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. খলিলুর রহমান বলেন, “একটি আদর্শ জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। আশা করি, এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।” অনুষ্ঠান শেষে নতুন প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মোঃ শাহাদাত হোসেন

গাবতলি, বগুড়া