আন্তর্জাতিক ডেস্ক | ৫ জানুয়ারি, ২০২৬
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে রোববার (৪ জানুয়ারি) দেশটির জরুরি সেবা বিভাগ নিশ্চিত করেছে।
নাইজেরিয়ার ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এসএএমএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে সংবাদ সংস্থা এএফপিকে জানান, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে মূলত স্থানীয় কৃষক ও জেলেরা ছিলেন।
উদ্ধার অভিযানের বিষয়ে মোহাম্মদ গোজে বলেন, “এখন পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে সৌভাগ্যবশত ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।” নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই, নৌকার রক্ষণাবেক্ষণে অবহেলা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ঘটনাগুলো নিয়মিত ঘটছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে নৌকাই চলাচলের প্রধান মাধ্যম হওয়ায় অনেক সময় সক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও পণ্য বহন করা হয়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নেয়।
প্রতি বছর নাইজেরিয়ার পানিপথে ছোট-বড় বিভিন্ন দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়। এবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই ধরণের দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা বিধিমালা প্রণয়নের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যায়।










