বৈবিছাআ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জামিন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আব্দুল মান্নানের আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
মাহদী হাসানের মুক্তির দাবিতে আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাহদীর আইনজীবী এম এ মজিদ গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তার আটকের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা সদর থানার সামনে রাতভর বিক্ষোভ প্রদর্শন করেন। একই ঘটনায় ঢাকার শাহবাগেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
ঘটনার নেপথ্যে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন সহ-সভাপতি এনামুল হাসানকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে গত শুক্রবার মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন এবং ওসির কক্ষে অবস্থান নেন।
সে সময় শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, “জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি… আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে আবার বার্গেনিং করছেন।” একপর্যায়ে তিনি বানিয়াচং থানার পূর্ববর্তী সংঘাতের প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।

 

-এম. এইচ. মামুন