আইসিসির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ের মধ্যেই ১৫ সদস্যের মূল দল ও রিজার্ভ খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে তারা। তবে এই দলে অভিজ্ঞদের পাশাপাশি বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন উসমান তারিক, খাজা নাফে ও আব্দুল সামাদের মতো তরুণরা।
পিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই এই স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। দলের নেতৃত্বে থাকছেন সালমান আলী আগা। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনিই অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা শাদাব খান। এছাড়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামানদের মতো সিনিয়ররাও আছেন প্রাথমিক তালিকায়। শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পরই অস্ট্রেলিয়া সিরিজের আগে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।










