নরসিংদী-৫ (রায়পুরা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ পনির হোসেনের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে তার পেশা শিক্ষক হলেও ব্যাংক হিসাবে রয়েছে মাত্র ১০ হাজার টাকা—যা ভোটারদের মধ্যে আলোচনা তৈরি করেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, এমএসএস পাস করা পনির হোসেন পেশায় শিক্ষক। ব্যবসা থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ টাকা। তবে ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম—মাত্র ১০ হাজার টাকা। অন্যদিকে তার হাতে নগদ অর্থ রয়েছে ২৭ লাখ ৬০ হাজার টাকা।
সম্পদের বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, তার একটি মোটরসাইকেল রয়েছে যার মূল্য ১ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া কৃষিজমি রয়েছে দুই বিঘা। তার স্ত্রীর নামে আছে দুই ভরি সোনার গহনা। আবাসন হিসেবে এক তলা একটি বিল্ডিং ও একটি টিনশেডের বাড়ির তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক পরিচয়ে পনির হোসেন রায়পুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে তিনিসহ ১০ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্রজমা দিয়েছেন।
মো. কবির হোসাইন
মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি










