বরিশাল-৫: বাসদ প্রার্থী মনিষা চক্রবর্তীসহ দুজনের মনোনয়নপত্র স্থগিত

বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসংগতির কারণে এই সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডা. মনিষা চক্রবর্তী। তার দাবি, মূল হলফনামায় তার স্বাক্ষর থাকলেও কেবল নোটারির কপিতে স্বাক্ষর ছিল না, যা বড় কোনো ত্রুটি নয়। তিনি অভিযোগ করেন, আয়কর মামলা থাকা ও অনুপস্থিত প্রার্থীদের বৈধতা দেওয়া হলেও, ‘রাজনৈতিক ষড়যন্ত্র ও পক্ষপাতিত্ব’ করে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এদিকে, বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের আয়কর রিটার্ন সনদ, ১০-বি ফরম ও ছবির সত্যায়নে ঘাটতি থাকায় তার মনোনয়নপত্রও স্থগিত রাখা হয়েছে।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানিয়েছেন, আগামী রবিবার পর্যন্ত সংশোধনের সুযোগ আছে। রিটার্নিং কর্মকর্তা চাইলে তা বৈধ করতে পারেন, নতুবা প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। উল্লেখ্য, শনিবার বরিশাল-১, ২ ও ৩ আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।