আল আমিন মুন্সী
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনে পুড়েছে নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর বাজারের ২টি দোকান। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আগুনে দুই দোকান পুড়ে সব শেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে একটি স্বর্ণের দোকান, একটি টিভি মেকারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. সাদিকুল বারির নেতৃত্বে দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।