চট্টগ্রাম ৩ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তফা কামাল পাশার মনোনয়ন বৈধ ঘোষণা

সকল জল্পনা কল্পনা শেষে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন-এ ধানের শীষের প্রার্থী, মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে চট্টগ্রাম রিটার্নিং অফিসার। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশার মনোনয়ন প্রস্তাবকারী জনাব আলমগীর হোসাইন ঠাকুর। যিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব। সাথে ছিলেন সমর্থনকারী জনাব সোলায়মান হোসেন বাদশা। যিনি সন্দ্বীপ উপজেলা বিএনপি’র বর্তমান সিনিয়র যুগ্ন আহবায়ক
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ন আহবায়ক জনাব আবুল কাশেম মাস্টার ও মোস্তফা কামাল পাশা পুত্র জাবেদ সাহেব সহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য জনাব মোস্তফা কামাল পাশা সাহেব চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে সবচেয়ে সিনিয়র প্রার্থী এবং সন্দ্বীপের সাবেক চারবারের ইউপি চেয়ারম্যান,২ বারের উপজেলা চেয়ারম্যান এছাড়াও তিনি সাবেক তিন তিনবারের সংসদ সদস্য ছিলেন এই আসন থেকেই। এজন্যই মোস্তফা কামাল সাহেবকে চট্টগ্রামের সবচেয়ে অভিজ্ঞ ও দক্ষ প্রার্থী বলে দাবি করছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির কর্মী সমর্থকরা ।

আবু সাঈদ খান, সন্দ্বীপ প্রতিনিধি