বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি’র) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গাছের গুড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫৬.৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালান তৎপরতা বৃদ্ধি করেছে। এ কারণে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

তিনি ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান দমন কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মো: ইমরান হোসেন,

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি/