নগর প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরা-টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের গ্যাস সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে যাওয়ায় উচ্চ চাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে উত্তরার প্রধান বিতরণ লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং আশপাশের বিস্তৃত এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজের ঘটনা ঘটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরার ১২ ইঞ্চি ব্যাসের প্রধান বিতরণ লাইনটি ‘শাটডাউন’ করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, তার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কখন নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










