আইটি ডেস্ক:
সরাসরি উপস্থিতিতে সিইএস ২০২২ আয়োজন করতে যাচ্ছে কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন। আগামী ৫ জানুয়ারি থেকে এই প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কিন্তু বিশ্বের সবচেয়ে বর এ ইলেক্ট্রনিক শোতে অংশ নিতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের প্রমাণ দেখাতে হবে।
এমনও হতে পারে এ আয়োজনে অংশ নিতে পজিটিভ অ্যান্টিবডি টেস্টের ফলাফল দেখাতে হতে পারে। তবে সিটিএ এখনো এ বিষয়ে পর্যালোচনা করছে। সিটিএ প্রধান গ্যারি শাপিরো বলেন, বর্তমানের বিজ্ঞান জানিয়েছে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে আশান্বিত ভরসা হলো ভ্যাকসিন গ্রহণ করা।
সার্স-কোভ-২ ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট সহজেই ছড়িয়ে পড়ছে এবং তুলনামূলকভাবে ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের হার বেশি।
তবে কোন টিকা গ্রহণ গৃহীত হবে সেটি উল্লেখ করা হয়নি। সিটিএ জানিয়েছে, দেশ এবং স্থানীয় গাইডলাইনসহ সিডিসির সুপারিশ অনুযায়ী সব টিকাই গৃহীত হবে।