স্কুল খোলা রাখার অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ, পরে পুলিশের হেফাজতে

ছবি:সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে। তবে ওই দিন নগরীর খালিশপুর এলাকার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করলেও এবং বুধবার সাধারণ ছুটি থাকায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রধান শিক্ষক নিজ সিদ্ধান্তে বিদ্যালয় খোলা রাখেন। এতে কয়েকজন শিক্ষক ও অভিভাবক ক্ষুব্ধ হন। বিষয়টি আগের দিন জানাজানি হলেও তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার সকালে সবাই স্কুলে প্রবেশ করার পর স্থানীয়রা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী ১ জানুয়ারি বই বিতরণের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার কয়েকজন শিক্ষককে ডেকে কিছু কাজ করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার সকালে তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।