মনোহরদীতে শ্রেণীকক্ষ সংকটে মাঠে বসে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা

মনোহরদী উপজেলার অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে তীব্র শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের মাঠের মাটিতে বসে পাঠদান করতে হচ্ছে। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী পুরাতন দশম শ্রেণির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট পাঁচটি শ্রেণীকক্ষ রয়েছে। এ দিয়ে সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে পুরাতন দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে পলিথিন বিছিয়ে মাটিতে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, শ্রেণীকক্ষ সংকট তাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিনের সমস্যা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই মাঠে বসিয়ে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে।

এ বিষয়ে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। বিদ্যালয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আশা করা যায়, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন

সাইফুর রহমান নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি